কামরুজ্জামান কানু,জামালপুর:
জামালপুরের মেলান্দহ পৌরসভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে গত ২৩ নভেম্বর সকাল ১০ টায় বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনা ভূমি সিরাজুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেলান্দহ পৌর মেয়র আলহাজ¦ শফিক জাহেদী রবিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মহিলা বিষয়ক সাধারন সম্পাদক আনোয়ারা বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান তারা, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বিএসসি প্রমুখ। এ সময় পৌরসভার সার ও বীজ উপকার সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম