চলনবিলের আলো বার্তাকক্ষ:
নিবন্ধন পেল দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার অনলাইন সংস্করণ। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের প্রটোকল শাখার তথ্য কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন প্রতিদিনের সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহবুবুর রহমানের কাছে নিবন্ধন সনদ তুলে দেন।
সরকারি সংস্থার যাচাই-বাছাই শেষে গত ৪ সেপ্টেম্বর নিবন্ধনের জন্য ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। নিবন্ধন দেয়ার কর্তৃপক্ষ নির্ধারণ করা হয় তথ্য মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদফতরকে।
একইসঙ্গে নিবন্ধন ফিও নির্ধারণ করে দেয়া হয়। সরকার নির্ধারিত ফি জমা দেয়ার পর অনলাইন সংস্করণগুলোকে নিবন্ধন সনদ দিচ্ছে তথ্য অধিদফতর। নিবন্ধন সনদের নম্বরে প্রতিদিনের সংবাদের অবস্থান ১২তম।
পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহবুবুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা আনন্দিত। দেরিতে হলেও অবশেষে নিবন্ধনের কাজটি করতে পেরেছে সরকার। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সরকারের নিয়ম-নীতির মধ্যে এসেছে প্রতিদিনের সংবাদ। এটি অনলাইন গণমাধ্যমের দায়িত্বশীলতাকে আরও সুসংহত করবে বলে আমি মনে করি।’
CBALO/আপন ইসলাম