মোঃ কামাল হোসেন:
মরহুম গোলাম সরোয়ার হত্যার ২৬ বছরেও বিচার পায়নি তার পরিবার। নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের মশরহাটি গ্রামের মৃত হাসেম আলীর ছেলে গোলাম সরোয়ার হত্যা মামলার ২৬ বছর অতিবাহিত হলেও বিচার পায়নি তার পরিবার। ১৯৯৫ সালের ১৮ নভেম্বর দিবাগত রাতে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয় মোঃ সরোয়ার। পরদিন ১৯ নভেম্বর সরোয়ারের স্ত্রী রেনু বেগম বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্য মামলা দায়ের করে। এ মামলায় গ্রেপ্তার হয় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিরা।
যদিও আদালত থেকে আইনের ফাঁকফোকড় দিয়ে (জামিনে) বেরিয়ে আসে হত্যা মামলায় অভিযুক্তরা। ভাগ্যেরকি নির্মম পরিহাস কিছু বছর যেতে না যেতেই, মৃত্যু বরণ করেন, এই মামলার বাদী রেনু বেগম (সরোয়ারের স্ত্রী)। যার কারণে এই মামলাটির দেখভালের কেউ না থাকায়, আসামী পক্ষ এই সুযোগকে কাজে লাগায়।
এসময় সরোয়ারের দুই ছেলে রানা,দিনার ও এক মেয়ে লাবনি নাবালক থাকায় তারা মামলাটি দেখভাল করতে পারেনা। এদিকে তার ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার সন্তানেরা পিতা হত্যার বিচারের জোর দাবী জানান। মৃত সরোয়ারের সন্তানেরা এসময় বলেন, পিতা হারানোর যন্ত্রণা যে কত কঠিন তারাই জানে যে হারিয়েছে। আমরা আমাদের পিতা হারিয়েছি সন্ত্রাসীদের তাণ্ডবের কারণে।
CBALO/আপন ইসলাম