মো: দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন ভূমি অফিসের অব্যবহৃত জমিতে ড্রাগন ফল বাগানের শুভ উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় গড়েয়া ইউনিয়ন ভূমি অফিসে চত্বরে প্রায় শতাধিক ড্রাগন ফলের চারা রোপণ করে বাগান উদ্বোধন করা হয়।
এসময় প্রায় শতাধিক ড্রাগন ফলের চারা রোপন করা হয়। ইতিপূর্বে প্রায় অর্ধ শতাধিক মালটা গাছের চারা রোপণ করা হয় গড়েয়া ইউনিয়ন ভূমি অফিসের অব্যবহৃত জমিতে ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুন নাহার, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল- মামুন, ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার (ভূমি)কামরুজ্জামান সোহাগ, গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদো,গড়েয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল হালিম।
CBALO/আপন ইসলাম