হিমেল চন্দ্র রায়,নীলফামারি জেলা প্রতিনিধিঃ
জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরেই সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আয়ত্তায় ভিজিডি ২১৫ জন কার্ডধারী দুঃস্থ্যদের কাছ থেকে ক্যারিং খরচ দেখিয়ে জন প্রতি ২৫/৩০ টাকা নিয়ে চাউল বিতরন করে আসছে ইউপি চেয়ারম্যান মুছিরত আলী শাহ্ ফকির।
শুক্রবার সকালে সরেজমিনে গেলে, সাংবাদিকদের দেখে ওই ইউনিয়নের ভিজিডি সুবিধাভোগী শিউলী বেগমসহ আরো অনেকেই অভিযোগ করে বলেন, “বিগত ১৫ মাস থেকে আমরা ইউনিয়ন পরিষদ কে ২৫/৩০ টাকা করে দিয়ে চাউল উত্তোলন করে আসছি, ওই টাকা ছাড়া চাল দেয় না চেয়ারম্যান৷ “
অপর এক ভিজিডি সুবিধাভোগী মমতা রানীর স্বামী শ্রী প্রদীপ চন্দ্র রায় বলেন, “বর্তমান সরকার গরীব মানুষের সরকার।আমার জানা মতে এই চাউল নিতে কোন টাকা লাগে না কিন্তু দীর্ঘ ১৫ মাস থেকে এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আমাদের কাছ থেকে ২৫/৩০ টাকা অবৈধভাবে আদায় করছে,আমরা কিছু বলতে পারিনা।”
এবিষয় ৫নং টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুছিরত আলী শাহ্ ফকির এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করলে, তার ফোন বন্ধ পাওয়া যায়৷ “
বিষয়টি নিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার জানান, “কার্ডধারীর কাছ থেকে ক্যারিং খরচ বাবদ টাকা নেয়ার কোন নিয়ম নেই৷ ক্যারিং খরচ পরিশোধ করে আসছে জেলা মহিলা বিষয়ক দপ্তর৷ বিষয়টি আমি দেখছি৷