রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরির চেষ্টাকালে ধরা পরলো চোর

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার কয়েকটি ইউনিয়নে বেশ কিছুদিন ধরে চুরির উপদ্রপ বেড়ে যাওয়ায় আইনশৃক্সখলা বাহিনীর সদস্য, ব্যবসায়ী ও এলাকাবাসী খুবই চিন্তিত ছিল।
পুলিশ সুত্রে জানা যায়, ১৮ নভেম্বর (বুধবার) ভোর রাতে রুহিয়া ঢোলারহাট বাজার হাইস্কুল জামে মসজিদ সংলগ্ন ভাই ভাই ভ্যারাইটি স্টোরে চুরি করার পর আল মামুন ভ্যারাইটি স্টোরের টিনের চালা কাটার সময় শব্দ হয়, এতে আমির হোসেনের বাবা হারুন টের পেয়ে ফোনে আল মামুনকে বিষয়টি জানায়। ঔ সময় রুহিয়া থানার পুলিশ টহলরত অবস্থায় ওই এলাকায় ছিল। টহল পুলিশ সদস্যগন ও স্থানীয় লোকজনসহ নিরিবিলি সুপার মার্কেটের পিছনে পুকুর পাড় হতে দৌড়াইয়া পালানোর সময় বাবলু ওরফে বাবু (৩১) নামে এক চোরকে ধরে ফেলে পুলিশ ও এলাকাবাসী। ধৃত চোরের বাড়ী দিনাজপুর শহরের নিউ টাউন এলাকার  মোঃ ইসমাইল ছেলে বলে জানা যায়।
ধৃত চোর বাবলু ওরফে বাবুর নিকট হতে উদ্ধারকৃত মালামালের বিবরনঃ (১) ১ কয়েল তামার তার যার মূল্য ৮,০০০/- টাকা, (২) তামার তারের রোল ১ কেজি যার মূল্য ৮০০/- টাকা, (৩) কেটু সিগারেট ৪০ প্যাকেট যার মূল্য ১৪,৭০০/- টাকা, (৪) ডারবি সিগারেট ১০০ প্যাকেট যার মূল্য ৪,০০০/- টাকা, (৫) ফ্যানের রেগুলেটর ১০টি যার মূল্য ৬০০/- টাকা, (৬) গ্যাস লাইট ১ কাটুন যার মূল্য ৫৫০/- টাকা, (৭) নগদ ৬,৫০০/- টাকা। সর্বমোট চোরাই মূল্য ৩৫,১৫০/- টাকা।
আল মামুন বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন যার নং ০৪ তারিখ ১৮/১১/২০। রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, রুহিয়া থানা পুলিশ প্রতিনিয়ত টহল করছে। চুরি বেড়ে যাওয়ায় টহল আরো তৎপর হয়েছে। গতকাল রাতে পুলিশের একটি দল রুহিয়া থানার বিভিন্ন এলাকায় টহলরত অবস্থায় ছিল। খবর পাওয়ার সাথে সাথে টহলদল সেখানে তৎক্ষনাৎ যায়। আজ সকাল ৭টার সময় ঢোলারহাট নামক বাজারে চোর চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজনসহ চোরকে ধরতে সক্ষম হয়। ধৃত চোরের নিকট বেশ কিছু তথ্য আমরা পেয়েছি এর আগে সে এই এলাকায় চুরি করেছে। আশা করি তার তথ্যের ভিত্তিতে অচিরেই বাকী সংঘবদ্ধ চক্রটিকে ধরতে সক্ষম হবো।
CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।