বৃহস্পতিবার , ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ১১-১৬ গ্রেডের কর্মচারীদের অবস্থান কর্মসূচী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি,নাগরপুর:
কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে ৩য় দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ১১-১৬ গ্রেডের কর্মচারীরা এ অবস্থান কর্মসূচী পালন করেন। কর্মবিরতি চলাকালে বক্তব্য প্রদান করেন নাগরপুর ইউএনও অফিসের গোপনীয় সহকারী (সিএ) মো: মনিরুজ্জামান, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী প্রদীপ কুমার সূত্রধর প্রমুখ।

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে রবিবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে উপজেলা পরিষদ চত্বরে । বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করবে।

তাদের দাবি, সচিবালয়ের ন্যায় পদ-পদবি পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতকরণ। এদিকে উপজেলার গুরুত্বপূর্ণ দুই অফিসের কর্মচারীরা কর্মবিরতি শুরু করায় সাধারণ জনগণ সেবা নিতে চরম ভোগান্তিতে পড়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের সহকারী কর্মচারী বৃন্ধ।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।