কামরুজ্জামান কানু,জামালপুর:
জামালপুরের মেলান্দহে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। ১৭-নভেম্বর সকাল ১০ টায়, উপজেলা পরিষদ হল রুমে। আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুর।সহযোগিতায় ইউ,এন,এফ,পি,এ বাংলাদেশ। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন কামরুন্নাহার উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুর। প্রতিরোধ কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন।
মেহেরুন নেছা( মনি) মহিলা বিষয়ক কর্মকর্তা মেলান্দহ, মাহফুজুল হক, মোস্তফা কামাল, মো: আশরাফুল আলম, মো: মজিদ ওসি তদন্ত মেলান্দহ থানা, ফজলুল হক( টি এইচ ও)মেলান্দহ , রুবিনা ইয়াসমিন জেলা ফেসিলেটর, হাফিজা ওয়ার্কসপ ফেসিলেটর ( C W F D), সুশিল সমাজের সুধী জন, রোজিনা আক্তার ব্র্যাক সামাজিক কর্মকর্তা, শিক্ষক এম এ লতিফ, শিক্ষক মাহবুবুল হক ,শিক্ষক সোলায়মান, সাংবাদিক, শিক্ষক প্রমুখ।
CBALO/আপন ইসলাম