মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পৌর কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষে ২৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে তার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই বরাদ্দ প্রদান করেন। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩২৮ পৌরসভার প্রায় ১২ হাজার স্থায়ী কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মীকে এই সুবিধার আওতায় আনা হবে।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত ২৬ মার্চ থেকে সরকারি ও বেসরকারি সংস্থায় সাধারণ ছুটি চলছে। সীমিত সম্পদ সত্ত্বেও, এই পৌরসভাগুলো কোভিড-১৯ মহামারীর বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে জনগণকে বিভিন্ন পরিসেবা প্রদান করে চলেছে। এ ছাড়া তারা করোনা ভাইরাসের বিস্তার রোধের পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি নিয়ন্ত্রণেও কাজ করছে।

জানা গেছে যে, কর্তৃপক্ষের রাজস্ব আদায়ের বিষয়টি সন্তোষজনক পর্যায়ে না থাকায় বেশিরভাগ পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতা স্থগিত ছিল। অধিকন্তু মহামারীজনিত কারণে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হাটবাজার ইজারা ও দোকান ভাড়া প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে। জরুরি সেবা প্রদানের কারণে তাদের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার কারণে পৌরসভা কর্তৃপক্ষ এখন তাদের কর্মীদের বেতন-ভাতা প্রদানে সমস্যায় পড়েছেন।

বেতন-ভাতা না পাওয়ায় কর্মীরা গত দুই মাস ধরে মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।