বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোপালপুরে পুলিশসহ দু’জন করোনায় আক্রান্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২০

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর থানার এক পুলিশ সদস্য ও ঢাকা ফেরৎ এক যুবক নতুন করে করোনায় আক্তান্ত হয়েছেন। তারা হলেন, পুলিশ সদস্য জালাল উদ্দিন (৫৮) ও পৌরশহরের ডুবাইল গ্রামের ঢাকা ফেরৎ যুবক আবুল কাশেম (২৮)। এ নিয়ে উপজেলায় ফার্মাসিস্টসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল নয় জনে।

শুক্রবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ থাকায় গত ১৭ ও ১৮ মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার ঢাকা ফেরৎ যুবক ও শুক্রবার সকালে পুলিশ সদস্যের পরীক্ষার ফলে তাদের কোভিড-১৯ পজিটিভ আসে। একই সাথে সেই যুবলীগ নেতা মেহেদী হাসান টগরের দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ফলেও কোভিড-১৯ পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, খবর পেয়ে ঢাকা ফেরৎ ওই যুবকের বাড়ী লকডাউন করে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছি।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, করোনায় আক্রান্ত ওই পুলিশ সদস্যের বিষয়ে উর্ধতন কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।