শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না -মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগ সরকার থাকলে কখনই নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশে শেখ হাসিনার সরকার থাকলে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আমরা নিরপেক্ষ সরকারের

অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই। সেজন্য সরকারকে বলব, পদত্যাগ করুন। অন্যথায় প্রত্যেকটি স্বৈরাচার, প্রত্যেকটি কর্তৃত্ববাদী সরকার যেভাবে বিদায় হয়েছে আপনাদের জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে বিদায় হতে হবে।’

মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল বাতিল, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে এই সমাবেশ হয়। দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার একই দাবিতে সারাদেশে জেলা সদরে প্রতিবাদ সমাবেশ হবে।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখলাম এত সন্ত্রাস, কারচুপি ও ভয়ভীতি প্রদর্শনের পরও শতকরা ১৪-এর বেশি কমিশন দেখাতে পারেনি। নির্বাচন কমিশন কী হাস্যকর কথা, অদ্ভুত এবং কী লজ্জার কথা। চিফ ইলেকশন কমিশনার বলছেন, বাংলাদেশ নির্বাচন কমিশন আমেরিকার নির্বাচন কমিশনের চেয়েও উন্নত। যুক্তরাষ্ট্র ৫ দিনেও ফলাফল ঘোষণা করতে পারে না, এটা আমরা ৫ মিনিটে পারি। এজন্যই এটা পারবেন, আপনাদের ফলাফল আগে থেকে তৈরি করা থাকে। এই নির্বাচন কমিশনের লাজ-লজ্জা, শরম, হায়া বলে কিছু নেই। লজ্জা-শরম যদি থাকত অনেক আগেই তারা পদত্যাগ করে চলে যেত। তারা স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের বংশবদ হয়ে ক্রীড়নক হিসেবে কাজ করছে।’

পরে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকার বিভিন্ন স্থানে কে বা কারা বাস পুড়িয়ে দিয়েছে, কিন্তু আওয়ামী লীগ দোষ চাপানোর চেষ্টা করছে বিএনপির ওপর। সেই আগের খেলা, তারা এজেন্টদের দিয়ে নাশকতামূলক কাজ করাবে আর সেটা বিএনপির ওপর চাপিয়ে দেবে। কেউ যেন এই ধরনের ফাঁদে পা না দেয়।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। অন্যদিকে রাজনীতিকে একেবারে পুরোপুরিভাবে নিজের মতো করে আয়াত্তে নিয়ে এসে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছে। মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকার তাদেরই ধারাবাহিকতায় এরা কাজ করে যাচ্ছে। সেই একইভাবে এখন মাইনাস ওয়ান ফর্মুলা নিয়ে বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন কোনো সহজ আন্দোলন নয়। এই আন্দোলন দীর্ঘস্থায়ী হতে পারে, এই আন্দোলনে অনেক অনেক আত্মত্যাগের প্রয়োজন হতে পারে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।