হিমেল চন্দ্র রায়,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি -ভারতের হলদিবাড়ীর মধ্যে সংযোগকারী রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (১৪ নভেম্বর) চিলাহাটি রেল স্টেশন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ৬.৭০ কি.মি. রেলপথ নির্মাণ প্রকল্প কাজের সমাপ্তি ও ভারতীয় হলদিবাড়ী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ৩.৮০ কি.মি. নির্মাণ কাজ শেষ সংযোগ স্থান পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি সকালে একটি ট্রায়াল ইঞ্জিনে চড়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে আমরা মালবাহী ট্রেন চলাচল করার জন্য ভারতীয় কর্তৃপক্ষ ও আমি নিজে ব্যাক্তিগত ভাবে ভারতের রাষ্ট্রদুতকে অবহিত করেছি। আগামী ১৬ ডিসেম্বর চিলাহাটী- হলদিবাড়ী ট্রেন চলাচলের উদ্বোধন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন,নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, সহকারি পুলিশ সুপার (ডোমার-ডিমলা) সার্কেল জয়ব্রত পাল, ৫৬ বিজিবির অধিনায়ক মায়মুনুল রহমান। রেলের পশ্চিম জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাছির উদ্দিন, সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন,বিভাগীয় রেল কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক আব্দুর রহিম প্রমুখ।
CBALO/আপন ইসলাম