চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনা পাবনার ভাঙ্গুড়ায় পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে মাছ চাষ করার অভিযোগ উঠেছে আব্দুর রহিম (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামের লামকান মৌজায়। ফলে সময়মত বিল থেকে বন্যার পানি না নামার কারণে চলতি রবি মৌসুমে জমি আবাদ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পানি নিষ্কাশনের জন্য দ্রুত উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
শনিবার সরেজমিনে ঝবঝবিয়া-লামকান সড়কে গিয়ে দেখা যায়, বিলের পানি নিষ্কাশনের জন্য একমাত্র এই কালভার্টটি। সেখানে তিনি বাঁশের ঘেরা ও মাটি ভরাটকৃত বস্তা ফেলে বাঁধ দিয়েছেন। তার দুইশত ফিট দূরে সরকারি পানি নিষ্কাশনের কেনালে বাঁশ ও কচুরি পানা দিয়ে বাঁধ দিয়েছেন তিনি। এ কারণে বিল থেকে দ্রুত পানি বের না হওয়ায় বিলপাড়ের জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।স্থানীয়রা জানায়, এখনো জমিতে পানি জমে জলাবন্ধতা হয়ে থাকায় আমরা দুশ্চিন্তায় আছি। সময়মত বিল থেকে বন্যার পানি না নামলে জমিতে মৌসুমী আবাদ হবে না।
এবিষয়ে সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, বাঁধ দিয়েছি তাই কি হইছে।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক বলেন, সময়মত পানি নিষ্কাশন না হলে চলতি মৌসুমে রবি ফসল আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
CBALO/আপন ইসলাম