বৃহস্পতিবার , ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৯নং ব্রক্ষরাজপুর ইউনিয়নের মাছখোলা শীবতলা হতে দিঘির মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থা ; জনদূর্ভোগ চরমে

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

এম ইদ্রিস আলী, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার সদর উপজেলার ৯নং ব্রক্ষরাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মাছখোলা শীবতলার মিজান ডাঃ দোকান হতে মরহুম জাহাবর্কস সরদারের দিঘির মোড় পর্যন্ত প্রায় ৭০০ মিটার রাস্তা খুবই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সাবেক মেম্বার এর আমলে রাস্তাটি ইটের হিয়ারিং বসলে ও নিন্মমানের ইট ব্যাবহারের ফলে বছর কয়েক যেতে না যেতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জনবহুল এই রাস্তাটি। বর্তমান মেম্বার রাস্তাটি লামছাম ভাবে সংস্কার করলেও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি। ইটের সোলিংয়ে যেন আরো বিপদ সাধারণ পথচারীদের। জরাজীর্ণ ইটের সোলিং রাস্তায় পিচের ঢালাইকরণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসি। এলাকাবাসি জানান, বর্তমান সরকারের আমলে পূর্বের সাবেক মেম্বার রাস্তাটি ইটের সোলিং দিয়ে যাতায়াতের ব্যাবস্হা করেছিলেন কিন্তু নিন্মমানের ইট দিয়ে সোলিং করায় রাস্তাট বেশিদিন স্হায়ীত্ব হয়নি। বর্ষার মৌসুমে তো ভোগান্তির শেষ থাকেনা। সাইকেল,মোটরসাইকেল ভ্যানগাড়ী সহ বিভিন্ন জানবাহন এলোপাতাড়ি ইটের স্লিপে দূর্ঘটনায় কবলিত হচ্ছে বলে জানান অনেকে।

 

শহরের পাশে পৌরসভা ও ইউনিয়ন এর সংমিশ্রণের মাত্র ৭০০ মিটারের মত এই রাস্তাটি পিচ ঢালাই দাবি জানিয়েছেন এলাবাসি সহ সাধারণ পথচারী। জরাজীর্ণ ইটের সোলিং রাস্তাটি খুবই জরুরীভাবে পিচের ঢালাইকরণের দরকার। এছাড়াও এলাকার কয়েকটি সোলিং রাস্তা জরাজীর্ণ হয়ে পড়েছে যেটা দেখার কেউ নেই ? বর্তমান সরকারের স্লোগান গ্রাম হবে শহর, এর আওতায় দেশের রাস্তাঘাট সহ গ্রাম অঞ্চলের অবকাঠামো উন্নয়ন করে যাচ্ছেন। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের তদারকির অভাবে মাছখেলা শীবতলা এলাকার এলাকার জরাজীর্ণ ইটের সোলিং রাস্তাগুলো পিচের ঢালাই হচ্ছে না। এসব জরাজীর্ণ সোলিং রাস্তা দিয়ে যানবহন ও মানুষ চলাচল করতে পারে না। জরাজীর্ণ সোলিং রাস্তা দিয়ে ছোট বড় যানবহনে মানুষ চলাচল করতে গেলে তারা যেন দোলনার মতো দোল খায়।

 

এক পর্যায়ে এই জনবহুল রাস্তায় তমন মানুষ এখন কেউ চলাচল করছেন না বলে জানা জায়। তাছাড়া সোলিং রাস্তাগুলো জরাজীর্ণ হয়ে পড়ে থাকার কারণে প্রায় সময় রাস্তায় ছোটবড় দুর্ঘটনা ঘটে। শীবতলা মিজান ডাঃ দোকান হতে দিঘির মোড় শ্যাল্লে সংযোগ স্হল পর্যন্ত রাস্তাটি পিচের ঢালাইকরণের জন্য ৯ নং ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃকপক্ষের কাছে জোর দাবি জানান পথচারী সহ এলাকাবাসি।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।