জাকির আকন,বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের দুর্গম এলাকার এক মাধ্যমিক স্কুল শিক্ষক এর নিবন্ধন সনদ এনটিআরসি এর নিদের্শনা অনুযায়ী শিক্ষক নিবন্ধন যাচাই করতে গিয়ে সার্টিফিকেট জালিয়াতি ধরা পড়েছে । আল-হেলাল নামের এই শিক্ষক উপজেলার লালুয়া মাঝিড়া উচ্চ বিদ্যালয়ে নিবন্ধনের জাল সার্টিফিকেট দিয়ে ১০ বছর ধরে কর্মরত রয়েছে ।
তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের আজিজুল হকের ছেলে আল-হেলাল ভুয়া নিবন্ধন সনদে গত ২০১১ সালের ২৯ জুলাই লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়। এরপর থেকে তিনি প্রায় ১০ বছর ধরে চাকুরী করছেন। সম্প্রতি এনটিআরসি এর নিদের্শনা অনুযায়ী শিক্ষক নিবন্ধন যাচাই করতে গিয়ে উক্ত হেলাল এর সার্টিফিকেট জালিয়াতি ধরা পড়ে। তার দেয়া ২০০৮ সালের ৪র্থ ব্যাচের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের রোল নম্বরে চেক করা হলে গোলাম রাব্বানী নামের আরেকজনের সার্টিফিকেট নাম চলে আসে। এতে তথ্য সংগ্রহ করে যাচাই করার হলে শিক্ষক আল হেলালের সনদ জাল ও ভুয়া প্রমানিত হয়।
লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, আল-হেলালের শিক্ষক নিবন্ধন (এনটিআরসি) এর সার্টিফিকেট জাল। তার বিরুদ্ধে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে শিক্ষক আল-হেলাল বলেন, আমিতো ২০০৮ সালে পরীক্ষায় পাশ করেছিলাম। শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট তো আমারই। আর কোন প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই।
তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন বলেন, লালুয়ামাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মো. আল-হেলালের বিরুদ্ধে শিক্ষক নিবন্ধন (এনটিআরসি) এর সার্টিফিকেট জালিয়াতি প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় এনটিআরসি বরাবর লিখিতভাবে পাঠানো হয়েছে। এখন তারা জালিয়াতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে নির্দেশনা দিবেন।
CBALO/আপন ইসলাম