মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
যশোর অভয়নগর উপজেলার শংকরপাশা মধ্যপাড়া মৌজার ২০০,২০৫,২২৮ দাগের জমির দীর্ঘ ২৫বছরের বিরোধ থাকা কৃষি জমি সাংবাদিকদের উপস্থিতিতে বিরোধের সমাপ্তি হয়েছে। আজ ১৩ নভেম্বর রোজ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় সাংবাদিক কামাল, কে,এম আলী, শেখ আলী আকবার সম্রাট সহ ওই এলাকার স্থানীয় গ্রাম ডাঃ সরোয়ার, মোঃ আছর আলী ফকির, মোঃ হবি মোল্লা, মুজিবুর সরদার, কুদ্দুস মোল্লা সহ এলাকাবাসী ও ঐ এলাকার স্থানীয় আমিন মোঃ ডালিমের উপস্থিতিতে এ বিরোধের অবসান ঘটে।
সরেজমিনে জানা যায়, ১৯৯৫ সালে মোঃ আশরাফ আলী মোঃ রবিউল ইসলাম, গোল বিবি, কহিনুর বেগম, আজল বিবি, আলিফ, কাজল বিবি, ছালেহ বিবি, আমেনা বেগমের কাছ থেকে ২৬ শতাংশ কৃষি জমি ক্রয় করে। তবে দির্ঘ ২৫ বছর ঐ দাগের ৩৪ শতাংশ জমি মোঃ আশরাফ আলী ভোগ দখল করছিল। এ বিষয়ে জমির ওয়ারেশ গনের সাথে আশরাফ আলীর দির্ঘ দিন বিরোধ চলছিল। পরে উক্ত জমির ওয়ারেশরা বিষয়টা সাংবাদিকদের জানিয়ে তাদের সহযোগিতা চাইলে সাংবাদিক ও স্হানীয় জনগনের একান্ত প্রচেষ্ঠায় এ বিরোধের অবসান ঘটে।
CBALO/আপন ইসলাম