রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়নের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত আলমগীর হোসেন মিয়ার শপথ গ্রহন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নবাগত নির্বাহী অফিসার মো. আবুল হাশেম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সদস্য আলমগীর হোসেন মিয়াকে শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সংশ্লিষ্ঠ বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোনে টিটুসহ সরকারী কর্মকর্তাগন।
প্রসংগত, ৩নং বাগধা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ইউনুস মিয়া (৫০) করোনায় আক্রান্ত হয়ে ৭ আগষ্ট মৃত্যু বরণ করায় ওই ওয়ার্ডে উপ-নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ি আলমগীর হোসেন মিয়া একক প্রার্থী হিসেবে মনোনয়পত্র দাখিল করায় তিনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
CBALO/আপন ইসলাম