সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় প্রাণ কোম্পানীর নকল বিস্কিট তৈরী ও বাজারজাত করার অভিযোগ উঠেছে আল জাহরা ফুড প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভ্রাম্যান আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। পরে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সিদ্দিকুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও জাহাঙ্গীর আলম ওই আদালত পরিচালনা করেন।। দন্ডিত সিদ্দিকুর রহমান উপজেলার বনপাড়া মহল্লার মৃত রাজেন খানের ছেলে।
জানা যায়, বনপাড়ার আল জাহরা ফুড প্রোডাক্ট কারখানায় প্রাণ কোম্পানীর বিস্কিটের হুবহু মোড়ক ব্যবহার করে নকল বিস্কিট তৈরী করে বাজারজাত করা হচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে ইউএনও জাহাঙ্গীর আলম অভিযান চালান। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ক্রেতাদের প্রতারিত করার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
CBALO/আপন ইসলাম