বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরে শেখ কামাল স্মৃতি যুব উন্নয়ন সংঘের খাবার সামগ্রী বিতরন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২০

বাবু,চাটমোহর পাবনা :

কোভিট-১৯ এর ক্রান্তিলগ্নে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শেখ কামাল স্মৃতি যুব উন্নয়ন সংঘের” যুবকদের নিজ উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়। আজ ২২ মে শুক্রবার বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে যুবকদের নিজশ্ব অর্থায়নে ৮৫ টি কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের খাবার উপহার সামগ্রী হিসেবে সেমাই,চিনি,গুড়া দুধ, সাবান বিতরন করা হয়েছে।

খাবার উপহার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন অত্র”সংঘের” সভাপতি মো: জাহাঙ্গীর আলম (নয়ন),সহ-সভাপতি (শিমুল,মুন্নাফ,বিজয়,আবির, রিয়াদ) সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন,উপদেষ্ঠা মন্ডলির সদস্য ও এলাকার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ। এ ব্যাপারে যুব সংঘের যুবকদের মহতী উদ্যোগের কথা জানতে চাইলে উক্ত সংঘের প্রধান উপদেষ্ঠা “এস এম হাবিবুর রহমান (তরুন)”বলেন,আমরা যুবকেরা সংঘবদ্ধ হয়ে সামাজিক দায়বদ্ধ থেকে ধর্মীও প্রতিষ্টান,রাস্থাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান ও হত দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াতে চাই।আর এখন বিশ্বব্যাপি করোনা ভাইরাসে আক্রান্তের ক্রান্তিকালে এই সময় আমাদের সামান্য প্রচেষ্টা দ্বারা সবাই যেনো নিজ,নিজ সামাজিক দুরত্ব বজায় রেখে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।

“তরুন” আরো বলেন,আমি মনে করি সরকারের এই দু:সময়ে একার পক্ষে এই মহামারির সময় দেশের সিংহভাগ দরিদ্র জনগোষ্ঠী কে সহযোগিতা করা অসম্ভব।তাই দেশের সকল যুবসমাজের প্রতি অনুরোধ করছি সরকারের পাশা,পাশি দরিদ্র মানুষের পাশে এসে দাড়ানোর জন্য সকলকে অনুরোধ করছি। এ ব্যাপারে আরো একজনের সঙ্গে কথা হয়, তিনি শেখ কামাল স্মৃতি যুব উন্নয়ন সংঘের প্রধান পৃষ্টপোষক ও চাটমোহর উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি এস এম নজরুল ইসলাম জানান, জাতির এই দু:সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বায়নে সাড়া দিয়ে শেখ কামাল স্মৃতি যুব সংঘের যুবকেরা এলাকার দরিদ্র মানুষের পাশে এসে ঈদ উপহার সামগ্রী সকলের ঘরে ঘরে দিনে রাতে পৌছে দিয়েছে।এমন মহতী উদ্যোগ গ্রহন করায় যুব সংঘের সকল সদস্যদের সাধুবাদ ও অভিনন্দন জানান তিনি। তিনি আরো বলেন,আমি আশা করছি যুব সংঘের যুবকদের সামান্য এই সাহায্য সহযোগীতার সহায়তায় দেশের সকল যুব সমাজ তথা বিত্তবানরা ও নিজ, নিজ জায়গা থেকে অসহায় মানুষের পাশে এসে দাড়াতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন তিনি। তিনি শেখ কামাল স্মৃতি যুব সংঘের সকল যুবকদের দীর্ঘআয়ু কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।