সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেল ৫ টায় ১২ নং রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে কৈগ্রাম সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন,কেট কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। খাজুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাজুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান শ্রী তপন কুমার,সাবেক চেয়ারম্যান খাদেমুল সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন ।
এসময় সভায় উপস্থিত ছিলেন,গোলই আফরোজ সরকারী কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম।
CBALO/আপন ইসলাম