বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী “প্রকৌশলী আব্দুর রহমান”

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ নভেম্বর, ২০২০

চলনবিলের আলো বার্তাকক্ষ: 

করোনাভাইরাসের মহামারীর মধ্যেই শুরু হয়েছে তৃণমূলে নির্বাচনী । আগামী ডিসেম্বরে দুই শতাধিক পৌরসভায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে স্থানীয় সরকারসহ সব নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপরই কিছু কিছু এলাকায় নির্বাচন হয়েও গেছে।

দেশের নির্বাচন উপযোগী দুই শতাধিক পৌরসভায় ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে কমিশন সচিবালয়কে নির্দেশনা দিয়েছেন । কমিশনের ৬৮ ও ৬৭তম সভার কার্যবিবরণীতে এ নির্দেশনার কথা উল্লেখ করা হয়। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একদিনে সারা দেশে ভোট হলেও এবার ভিন্ন ভিন্ন দিনে ভোটগ্রহণের চিন্তাভাবনা চলছে। সেক্ষেত্রে জানুয়ারিতেও নির্বাচন গড়াতে পারে বলে জানা যায়।

আগামী ডিসেম্বরে মাসে পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রতীকে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। ইতিমধ্যে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরা শুরু করেছেন দৌড়-ধাপ। দলীয় মনোনয়ন পেতে অনেকে কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যারা ত্যাগী, তাদের ব্যাপারে দলীয়ভাবে নেয়া হচ্ছে খোঁজ খবর । পাশপাশি ভোটারদের সাথে সাক্ষাৎ করতে চায়ের আড্ডায়ও যোগ দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা উপায়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন প্রার্থীরা। তাই এবার পৌরসভা নির্বাচন জমে উঠবে বলে অনেকেই ধারণা করছেন সকলেই।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের ভাবনা কোনো রকমে দলীয় মনোনয়ন পেলেই জয় নিশ্চিত। তবে এই পৌরসভায় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর নাম এখন শোনা না গেলেও  নেতাকর্মীরাও আশা  নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে তাদের জয় নিশ্চিত।  বিএনপি প্রার্থীর পক্ষে ভোটের মাঠে নামার চেষ্টা করবেন নীতিনির্ধারকরা। অতীতের নির্বাচনগুলোয়ও তাই করেছেন।

ভাঙ্গুড়া পৌরসভা মেয়র পদের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ”প্রকৌশলী মো. আব্দুর রহমান প্রধান” । তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ভাঙ্গুড়া উপজেলা শাখা পাবনা , সাবেক মেয়র (২০১১-২০১৫) ভাঙ্গুড়া পৌরসভা পাবনা, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভাঙ্গুড়া উপজেলা শাখা পাবনা, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ভাঙ্গুড়া পৌরশাখা পাবনা, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কলতান শিল্প গোষ্ঠী ও সংগীত বিদ্যালয় ভাঙ্গুড়া পাবনা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা স্মৃতি সংসদ ভাঙ্গুড়া পাবনা, সাবেক অভিভাবক সদস্য সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ও ভাঙ্গুড়া জরিনা রহিম উচ্চ বিদ্যালয় ভাঙ্গুড়া পাবনা ।

নির্বাচনের দিন-তারিখ ঠিক না হলেও ”আব্দুর রহমান” দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগযোগ ও দলীয় কার‌্যক্রমে অংশগ্রহণ অব্যাহত রাখছেন। এলাকার জণগণের কাছে তার প্রার্থীতা হওয়ার খবরও ছড়িয়ে দিচ্ছেন। পৌরসভার সর্বত্রই “আব্দুর রহমান’কে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা । এ পৌরসভায় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন – মো. গোলাম হাসনাইন রাসেল (বর্তমান মেয়র,  ভাঙ্গুড়া পৌরসভা পাবনা), সাধারণ সম্পাদক ভাঙ্গুড়া পৌরশাখা, পাবনা  ।

আব্দুর রহমান প্রধান কালের সংবাদ’কে জানান, বিগত দিনে আমি মেয়র থাকাকালীর ভাঙ্গুড়া পৌরসভার উন্নয়ন হয়েছে । বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে । আওয়ামী লীগ সরকারের সফলতায় দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই । বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্র এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নিরলসভাবে কাজ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন  ।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।