মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রাথমিক বৃত্তির টাকা অনুদান দিয়ে প্রশংসা কুড়িয়েছে ক্ষুদে শিক্ষার্থী আশেকে রাসুল গোলাম মোরশেদ প্রহর। প্রহর পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া গ্রামের আ: রা: তৈবুর রহমান ওরফে টইম সাহেবের ছেলে। বর্তমানে সে নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী।
সে গত বছর নারায়নগঞ্জ আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এই বৃত্তির প্রথম ছয় মাসের ৩ হাজার টাকা নারায়নগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছে সে। তার এই অনুদানে মুগ্ধ হয়ে লিখিতভাবে শুভেচ্ছা পাঠিয়েছেন নারায়নগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ হাজার টাকা অনুদান জমা দেয়ার পর ফেসবুক পোস্টে প্রহর লিখে-‘আজ নারায়নগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমার বৃত্তির টাকার একটি অংশ (তিন হাজার টাকা) দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি সারা দেশের বৃত্তি পাওয়া বন্ধুদের আবারও অনুরোধ করছি জাতির বৃহৎ স্বার্থে করোনা ভাইরাসের প্রকোপ হতে দিনমজুর, গরিব, ভিক্ষুক ও অসহায় মানুষদের বাঁচানোর জন্য তোমাদের বৃত্তির টাকার একটা অংশ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করো।
আমাদের বৃত্তির টাকা দিয়ে যদি প্রধানমন্ত্রী কিছু মানুষের খাবারের ব্যবস্থা করতে পারে তাহলে আমাদের বৃত্তি পাওয়া স্বার্থক হবে। এব্যাপারে প্রহরের বাবা বলেন, পড়ালেখার পাশাপাশি প্রহর নারায়নগঞ্জ জেলা অনুর্ধ-১৪ ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান। জীবিকার তাগিদে তার পরিবারকে বেশীরভাগ সময় নারায়নগঞ্জে অবস্থান করতে হয়।