বিশেষ প্রতিনিধি:
বান্দরবানের লামায় পবিত্র ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপির সহযোগীতায় জাহেদ উদ্দিনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে লামা পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের অসহায় মানুষদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৭০০টি পরিবার পাবে।
কোভিট-১৯,করোনা ভাইরাসের কারনে এবারের ঈদে তেমন কোন আমেজ নেই। সৃষ্ট সংকটে পড়া অসহায় মানুষগুলো ঘরে থেকে, নিরাপদে থেকে ঈদ উৎযাপন করবে এজন্য মন্ত্রী বীর বাহাদুরের আন্তরিকতার কমতি নেই। বিভিন্ন উদ্যোগে তিনি অসহায়দের সহযোগীতা দিয়ে যাচ্ছেন।এরই প্রেক্ষিতে মন্ত্রীর সহযোগীতা ও নির্দেশে পৌরসভার ৯টি ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন। শুক্রবার সকালে ১ ও ২ নং ওয়ার্ডের অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই,চিনি,দুধ বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগের নের্তৃবৃন্দ।জাহেদ উদ্দিন বলেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপির সহযোগীতায় পৌরসভার ৯ টি ওয়ার্ডে ঈদ উপহার প্রদান করা হবে।