রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় নবাগত ইউএনও মো. আবুল হাশেমকে অভ্যর্থণা জানিয়ে বরণ ও বিদায়ী ইউএনও রওশন ইসলাম চৌধুরীকে সংবর্ধণা প্রদান করেছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটরিয়মে বিদায়ী সভাপতি রওশন ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিক তালুদার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার।
অনুষ্ঠানে বদলী জনিত কারণে বিদায়ী ইউএনও রওশন ইসলাম চৌধুরীকে সংবর্ধণা প্রদান করে নবাগত ইউএনও মো. আবুল হাশেমকে উষ্ণ অভ্যর্থণার মাধ্যমে বরণ করে নেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগন।
নবাগত ইউএনও মো. আবুল হাশেম ২৯তম ইকোনোমিক ক্যাডারে সর্বশেষ পরিকল্পনা কমিশনে সিনিয়র সহকারী প্রধান পদে কর্মরত থেকে বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও হিসেবে যোগদান করেছেন। অন্যদিকে রওশন ইসলাম চৌধুরী আগৈলঝাড়া ইউএনও থেকে পদোন্নতি পেয়ে পিরোজপুর জেলায় এডিসে হিসেবে যোগদান করেছেন।
CBALO/আপন ইসলাম