শুক্রবার , ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আইন শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ নভেম্বর, ২০২০

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, জুয়া, মলম পার্টি,চুরি, ছিনতাই, মারামারি, নারী নির্যাতন, বাল্য বিয়ে, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সকল প্রকার অপরাধ প্রতিরোধে আমাদের করনীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি মোঃ ইজার উদ্দীন, গিরাগাঁও ও বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমন্ডারদ্বয়, বলরামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী,ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মোঃ সইফুজ্জামান বিপ্লব, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ।

 

বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সম্প্রতি উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের যানজট ও বিশৃক্সখলা অনেকটা দুর হয়েছে। এতে বাজারের ক্রেতা বিক্রেতা সহ পথচারীরা স্বস্তির নিশ্বাস ফেলছে। অপরদিকে আটোয়ারী থানা পুলিশ সম্প্রতি বিভিন্ন জনের হারিয়ে যাওয়া ৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছেন। উপজেলা আইন শৃক্সখলা কমিটিতে উপজেলা প্রশাসন ও আটোয়ারী থানা পুলিশ প্রশংসিত হয়েছেন।বক্তারা বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আটোয়ারী উপজেলার সার্বিক আইন-শৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উপজেলার সকল প্রকার অপরাধ দমনে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ সবার সহযোগিতা কামনা করেছেন।

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।