বুধবার , ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রামগড়ে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত ; ১, আহত ৫জন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ নভেম্বর, ২০২০

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:

খাগড়াছড়ির রামগড় উপজেলার তৈছালা পাড়া এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১জন  নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছে।

আজ রবিবার সন্ধ্যা ছয়টার দিকে রামগড় জালিয়াপাড়া সড়কের তৈছালাপাড়ার মৎস হ্যাচারীর সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত নারী জগত মালা ত্রিপুরা(৩০)মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার সূর্য ত্রিপুরার স্ত্রী।তিনি পেশায় একজন ক্ষুদ্র সুতা ব্যবসায়ী। আহতরা হলেন জেলার মানিকছড়ি উপজেলার আবুল হোসেনের ছেলে তামিম মাহমুদ(৩০),রামগড় উপজেলার নুর ইসলামের ছেলে সিএনজি চালক মোহাম্মদ সবুজ(৩০),মাটিরাঙ্গা উপজেলার চেইংদ্যা মারমা(৪০),হাফছড়ি ইউনিয়নের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ তারেক(১৫)। আহতদের মাঝে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা  রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের চিকিৎসা দেওয়া হয়।এবং আহতদের মাঝে সিএনজি চালক মোহাম্মদ সবুজ সহ অজ্ঞাত একজনকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নাসির উদ্দীন জানান, সন্ধ্যায় রামগড় উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে (আয়ান এন্টার প্রাইজ) নামের একটি সিএনজি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে গুইমারায় যাচ্ছিল।রামগড় জালিয়াপাড়া সড়কের তৈছালাপাড়া এলাকার মৎস হ্যাচারীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা  একটি ইটভর্তি পিকআপের( চট্ট মেট্রো শ-১১-২১১০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত এবং সিএনজি চালকসহ ছয়জন গুরুতর আহত হয়।আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতদের দেখতে রামগড় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা,সহকারি কমিশনার(ভূমি)সজিব কান্তি রুদ্র,রামগড় পৌরসভার প্যানেল মেয়র আহসান উল্লাহ,সংরক্ষতি আসনের কাউন্সিলর কনিকা বড়ুয়া সহ অনেকে ছুটে যান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হবে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।