মো: আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল শনিবার (৭/১১) বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে চৌধুরী ভিলার দ্বিতীয় তালায় উপজেলা কৃষক দলের কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য গোলাম হোসেন খান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি ওবায়দুল হক লিটন। বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর কৃষক দলের আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিবলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন রাজু, আসাদুজ্জামান দুলাল,
দেলোয়ার হোসেন সোহেল, তাজুল ইসলাম মনা, এমএ কাহার, মোহাম্মদ ফারুক, আমীর হোসেন বাবুল, হাসিবুল হাদিস শাহিন, কাজী সুমন, শুক্কুর খান ও সুমন আলম প্রমূখ ।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুস সাত্তার। বক্তারা এই দিবসটি স্মৃতি চারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে মিলাদ মাহফিল শেষে তাবারক বিতরন করা হয়।
CBALO/আপন ইসলাম