নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরৎপুর হিন্দু পাড়ায় সুদের টাকার জন্য ক্ষমতাসীনদের অত্যাচারের শিকার স্থানীয় সংখ্যালঘু পরিবার। এ ঘটনায় সুদ ব্যবসায়ী শিক্ষক নজরুল মাষ্টার মূল হোতা বলে জানা যায়। নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাবু, আরেক নেতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ও শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে সুদ, চাঁদাবাজি,জোর জুলুম, অত্যাচারের ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর বিরুদ্ধে এলাকায় আদিপত্য বিস্তার, দলীয় কর্মীদের ওপর হামলা, চাঁদাবাজি ও মিথ্যা মামলা ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এরা বিভিন্ন অসামাজিক কাজকর্মে লিপ্ত।
জহুরুল বাবু ও আনোয়ার এলাকায় আদিপত্য বিস্তারের মাধ্যমে এলাকার পরিবেশ অশান্ত করে তুলেছে। এব্যাপারে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দায়ের কৃত অভিযোগ থেকে জানা যায়, হরিদাখলসী গ্রামের নজরুল মাষ্টারের কাছে থেকে নশরৎপুর গ্রামের প্রদীপ খামারু ৬% হারে একলক্ষ টাকা সুদে নিয়েছিলেন এবং সুদ সহ একলক্ষ ছত্রিশ হাজার টাকা পরিশোধও করেন প্রদীপ। কিন্তু সুদের টাকার পাওয়ার পরও নজরুল মাষ্টারের লোভ সামলাতে পারেননি। বিভিন্ন ভাবে গরীব প্রদীপ খামারুকে চাপ দিতে থাকেন আরও আটাশ হাজার টাকার জন্য। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হলে নজরুল মাষ্টার, জহুরুল ইসলাম বাবু ও আনোয়ার হোসেন কে নিয়ে প্রদীপ খামারু কে মেরে বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে নলডাঙ্গার বাসুদেবপুর ও নশরৎপুর এলাকার সাধারণ মানুষ সুদ ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে।
তাদের অত্যাচারে কোণঠাসা পড়েছে ইউনিয়ন আ’লীগের একাংশের নেতাকর্মী ও সাধারণ জনগণ। অভিযুক্ত নজরুল মাষ্টার কে জিজ্ঞেসা করলে তিনি বলেন এই বিষয় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে দ্বায়িত্ব দিয়েছেন কোট এবং জহুরুল ইসলাম বাবু ও আনোয়ার বলেন এই সব কিছু মিথ্যা, এটা একটা ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। এই বিষয় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন প্রাং এর কাছে জানাতে চাইলে তিনি বলেন এই বিষয় কোট থেকে তিনি কোনো প্রকার নোটিশ পাই নাই। এব্যাপারে নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান লিটন বলেন, কাহারো ব্যক্তিগত অপরাধের দায় ভাড় দল নিবে না, এদের বিরুদ্ধে দলীয় ভাবে তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। মামলার সত্যতা স্বীকার করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা বলেন – তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
CBALO/আপন ইসলাম