শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় সংসদ সদস্য এর বাড়িতে মুক্তিযুদ্ধের কর্ণার উদ্বোধন করায় বিভিন্ন মহলের নিন্দা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টারঃ

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন’র নিজ বাসভবনে শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মুক্তিযুদ্ধের কর্ণার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করায় বিভিন্ন মহলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ এবং নিন্দা জ্ঞাপনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন, ভাঙ্গুড়ার ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান, ওসি মোঃ আনোয়ার হোসেন , চাটমোহরের ইউএনও সৈকত ইসলাম, ওসি মোঃ আনোয়ার হোসেন জুয়েল, ফরিদপুরের ইউএনও আহম্মদ আলী ও ওসি মোঃ মাসুদ রানা প্রমুখ। ঘটনাটি ‘আলোকিত ভাঙ্গুড়া ডটকম’ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “ হলে পাবনা জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দের নজরে আসে। এ বিষয়টি পাবনা জেলার সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

 

যে ভবন থেকে মহান মুক্তিযুদ্ধের সময় তার মরহুম পিতা হাজি মো. মহসিন আলী ছিলেন ভাঙ্গুড়া শান্তি কমিটির চেয়ারম্যান ও তার সহযোগী ছিলেন তৈয়ব আলী মাষ্টার। তারা দখলদার পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার, আলবদর ও আলশামস্ বাহিনীর অন্যতম দোসর পৃষ্ঠপোষক হিসেবে কর্মকান্ড পরিচালনা করেন যা সরকার এবং এলাকার সকলেরই জানা। মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তাকে যুদ্ধাপরাধের দায়ে তৎকালীন ফরিদপুর থানায় আটকে রাখা হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম লতিফ মির্জা তার আত্নীয় হবার সুবাদে তারই হস্তক্ষেপে তিনি মুক্ত হন। সেই ভবনেই ‘মুক্তিযুদ্ধের কর্ণার’ উদ্বোধন করা হলো। বিষয়টি স্থানীয় মুক্তিযোদ্ধাগণ এবং ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ বাকী বিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান প্রধাণসহ জেলা মুক্তিযোদ্ধাগণ বিষয়টি অবগত নন।

 

ব্যাক্তিগত ও বিতর্কিত বাসভবনে জেলা ও উপজেলার কোন মুক্তিযোদ্ধাবৃন্দের অবগত না করে কিছু সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে এই ভবনে ‘মুক্তিযুদ্ধের কর্ণার’ উদ্বোধন আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করতে গভীর ষড়যন্ত্রের সামিল ও হীন উদ্দেশ্য প্রনোদিত। একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আলী জববার, যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু জাফর সহ অনেক বীর মুক্তিযোদ্ধা মনে করেন এটা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সাথে নিতান্তই তামাশা ছাড়া আর কিছু নয়। তাঁরা প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী’র নিকট দৃষ্টি আকর্ষণসহ প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।