বৃহস্পতিবার , ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যাঙ্গোচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ ও বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

কামরুজ্জামান কানু,জামালপুর:

জামালপুরের মেলান্দহ টনকী বাজার চৌরাস্তার মোড়ে  তাওহিদী জনতার উদ্দোগে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।   ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যাঙ্গোচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ ৬-নভেম্বর বিকেল ৪-টায়  জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টনকী বাজার চৌরাস্তার মোড়ে তাহিদী জনতার উদ্দদোগে   প্রতিবাদ ও বিক্ষোভ  মিছিল করা  হয়।

ঘটনা প্রবাহে জানা যায়, গত ১৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসের শহরতলী এলাকায় এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স পুলিশের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, নিহত ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। ‘মতপ্রকাশের স্বাধীনতা’ ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখিয়ে ছিলেন তার প্রতিবাদেই তাকে হত্যা করা হয়।হজরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত  ১২টি কার্টুন ছাপানো  হয় ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে । এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

প্রেসিডেন্ট বলেন, হজরত মুহাম্মদের (সা.) বিতর্কিত কার্টুন ছাপানো নিয়ে নিন্দা জানাবেন না। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদী কোন ঘটনা যাতে না ঘটে ও হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।যার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টের প্রত্যেক্স মদদে সাহস পেয়ে ম্যাগাজিন কতৃপক্ষ রাসুল (সাঃ) কার্টুন আরও ব্যাঙ্গ চিত্র স্বয়ং পুলিশি প্রহরায় ফ্রান্সের বিভিন্ন যায়গায় প্রদর্শিত করে।

মুহাম্মদ (সা.)-এর কার্টুন বন্ধে ব্যবস্থা না নেয়া এবং শার্লি এবদোর পক্ষে অবস্থান নেয়ার পর মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষোভে ফেটে পড়ছে মুসলিম দেশগুলো। তারই বহিঃপ্রকাশ হিসেবে ফ্রান্সের সব ধরনের পণ্য বয়কটের ডাক দিয়েছে মুসলিম দেশগুলো।

বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এর তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিভিন্ন ইসলামিক সংগঠন এবং ধর্মপরায়ন জনসাধারণ। এর ধারাবহিকতায় জামালপুর জেলার মেলান্দহ টনকী বাজার চৌরাস্তার মোড়ে  সহস্রধিক ধর্মপরায়ন জনসমষ্টি উপস্থিত হয়ে মিছিলের মাধ্যমে বিক্ষোভ প্রকাশ করে। প্রতিবাদ সভায় স্থানীয় ধর্মপরায়ন গন্যমান্য ব্যক্তি ও ওলামাগণ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে রাসুল (সাঃ) কে অবমাননার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন, এবং এর দ্রুত বিচার দাবি করেন।  সেই  সাথে উক্ত বিক্ষো   মিছিল ও সমাশের সভাপতিত্ব করেন মৌলানা আ:’মান্নান এর সভাপতিত্ববে আরও বক্তব্য রখেন    মাওলানা সামসুুল হক,  মাও: শাহাদৎ হোসেন,মাও:মিজানুর রহমান,মাও: নিয়ামত উল্লাহ, মুফতি নজির আহম্মমেদ, মাও:আহম্মদ  হোসেন, আ: মজিদ, ডা: মাহমুদ আলী, ডা: মেহেদীহাসান  সহ আরো অনেকে উপস্হিত ছিলেন।পরে এক দোয়া ও পুশপুত্ববলীকা পোড়া দেন।

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।