শুক্রবার , ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ওষুধের দোকানে অভিযান,জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

কামরুজ্জামান কানু,জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ওষুধের দোকানে লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, ফার্মাসিস্ট না রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। ৪ নভেম্বর দুপুরে উপজেলার পৌর এলাকার হাসপাতাল সড়ক ও শিমলাবাজারে এ অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ।

জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার হাসপাতাল সড়ক ও শিমলাবাজার এলাকায় ৪ নভেম্বর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, দোকানে ফার্মাসিস্ট না রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখার অপরাধে সাত ওষুধের দোকানদারকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে হাসপাতাল সড়কে ইউসুফ মেডিকেল ফার্মেসিকে ২ হাজার, ভাই ভাই ফার্মেসিকে ৩ হাজার, মাহাদী ফার্মেসিকে ৫ হাজার, বিসমিল্লাহ মেডিকেল ফার্মেসি ২ হাজার ও মেসার্স মাওয়া ফার্মেসিকে ১ হাজার এবং শিমলাবাজারের অঞ্জুলী ফার্মেসিকে ৩ হাজার ও ভাই ভাই-২ ফার্মেসিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

– এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম, জামালপুর জেলার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌরি আমির বশাকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।