বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমী’র উদ্দ্যোগে ইফতারি বক্স বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২০

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমী’র উদ্দ্যোগে ২০ মে বুধবার বিকেলে এতিমখানা এবং দরিদ্র পরিবারের মাঝে ২২০টি রান্নাকরা ইফতারি বক্স এবং ৫০টি দু:স্থ পরিবারকে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাটমোহর ক্রিকেট একাডেমী’র সাধারণ সম্পাদক মো: ফজলুল হক কালু, সদস্য যথাক্রমে মো: হেলালুর রহমান, রবিউল ইসলাম রাহুল, মো: মনির উদ্দিন, মো: সাব্বির হোসেন স্থানীয় বাহাদুরপুর এতিমখানায় এবং চাটমোহর পৌরসদরের বিভিন্ন মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে রোজদারদের মাঝে রান্নাকরা ইফতারি বক্স বিতরণ করেন।

অতিথি হিসেবে বিভিন্ন পয়েন্টে চাল ও ইফতারি বক্স বিতরণ কার্যক্রমে অংশ নেন চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চ্যানেল 24-এর পাবনা প্রতিনিধি মো: শাহীনুর রহমান শাহীন, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার। উল্লেখ্য, চাটমোহর ক্রিকেট একাডেমী’র পক্ষ থেকে ইতিপূর্বেও (গত ৪ এপ্রিল) ১২০টি পরিবারকে খাদ্য সামগ্রী প্যাকেট প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।