শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেখে নিন আইপিএল প্লে অফ পর্বের সূচি

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ নভেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক:মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার  ম্যাচ দিয়ে শেষ হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরের প্রথম পর্বের খেলা। মুম্বাই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিট্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জায়গা করে নিয়েছে প্লে অফে।

১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মুম্বাই। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সমান ১৪ পয়েন্ট করে রয়েছে হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালুরুর। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিন নম্বরে অবস্থান ডেভিড ওয়ার্নারের দলের। নেট রান রেট কম থাকায় ১৪ পয়েন্ট নিয়েও বাদ পড়েছে কলকাতা নাইট রাইডার্স।

আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। প্রথম দিন হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি, পরদিন তৃতীয় ও চতুর্থ দলকে নিয়ে এলিমিনেটর ম্যাচ। পরে ৮ নভেম্বর (রোববার) হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল অর্থাৎ মুম্বাই ও দিল্লি ফাইনালে যাওয়ার জন্য পাচ্ছে দুইটি করে সুযোগ। অর্থাৎ তারা যদি কোয়ালিফায়ার-১ ম্যাচটি হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে যেতে পারবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে এলিমিনেটর জয়ী দল।

সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্লে-অফ পর্বের সূচি

৫ নভেম্বর:  কোয়ালিফায়ার ১: মুম্বাই ইন্ডিয়ানস বনাম দিল্লি ক্যাপিট্যালস

৬ নভেম্বর: এলিমিনেটর: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

৮ নভেম্বর: কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী

১০ নভেম্বর: ফাইনাল: কোয়ালিফায়ার ১ এ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ এ জয়ী

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।