সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় উচ্ছেদ শুরু অবৈধ স্থাপনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার সড়ক বিভাগের নিজস্ব জায়গা থেকে অবৈধ সব অবকাঠামো ও স্থাপনা উচ্ছেদ করা শুরু হয়েছে।বেলা এগারোটার দিকে পৌর এলাকার কাওয়াক মোড় থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়।সিরাজগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত সালমান এর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়ক বিভাগের এ অভিযানে সব ধরণের অবৈধ অবকাঠামো ও স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে ।

উল্লাপাড়া সড়ক বিভাগ সুএে , নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ার শ্রীকোলা মোড় থেকে কাওয়াক হয়ে পাইকপাড়া ঢালু পর্যন্ত সড়ক বিভাগের নিজস্ব জায়গা থেকে যাবতীয় অবৈধ অবকাঠামো ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হবে।

 

শ্রীকোলা মোড় থেকে কাওয়াক মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মহাসড়কের শহর অংশ (এন-৫২০) ও শ্রীকোলা মোড় পাইকপাড়া ঢালু পর্যন্ত ( এন-৫) পাকা, আধাপাকা ও অন্যান্য মিলে প্রায় তিনশ অবৈধ অবকাঠামো ও নানা স্থাপনা রয়েছে বলে জানা যায় । সড়ক বিভাগ থেকে দখলকারিদেরকে তাদের যাবতীয় স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে জায়গা মুক্ত করে দিতে এর আগে কয়েক দফা নোটিশ ও মাইকিং করে জানানো হয়েছিল।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।