বৃহস্পতিবার , ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জামালপুরের ইসলামপুরে অধ্যক্ষ ছালাম চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

কামরুজ্জামান কানু,জামালপুর:

জামালপুরের ইসলামপুর বহুল আলোচিত ইসলামপুর জে.জে.কে.এম গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজের নারী কেলেংকারি সেই অধ্যক্ষ ছালাম চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত অর্থ আত্মসাতের মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে । ওই কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক শামচুল আলম বাদী হয়ে গত ১৩ আগষ্ট ওই অধ্যক্ষের বিরুদ্ধে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সি,আর আমলী আদালত ইসলামপুর কোর্টে মামলা দায়ের করেন। মোকদ্দমা নং সি, আর ১৩৪/২০২০। গত ২৫ অক্টোবর প্রথম শ্রেণীর বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিয়া আরজু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর কর্তৃক পেশকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় অবশেষে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ প্রদান করেন।

 

মামলার আরজিতে বলা হয়েছে , কলেজ পরিচালনা কমিটির গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনসহ কলেজের আয়-ব্যয় রেজিষ্টারপত্র, রশিদবই, ব্যাংক জমা খরচ (ব্যাংক স্টেটম্যান্ট) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুরের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে, আব্দুছ ছালাম চৌধুরী ওই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব থাকা কালীন বিভিন্ন সময়ে মোট ২৩ লাখ ৫১ হাজার ২৮৯ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও ওই প্রতিষ্ঠানের স্কুল/কলেজসমূহের শীর্ষক প্রকল্প ২০২০ হতে ১টি দোয়েল ল্যাপটপ এবং নির্বাচিত বে-সরকারি কলেজসমূহের শীর্ষক প্রকল্প ২০১৩ থেকে আরো একটি ল্যাপটপ তার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য বাড়িতে নিয়ে যান। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭টি মেহগনি, ৩টি কড়ই গাছ কর্তন করে। পুরাতন টিনসেড হাফবিল্ডিং যার একটি ৮০ ফিট বাই ২০ ফিট, ৪০ ফিট বাই ২০ ফিট দৈর্ঘ্য বারান্দাসহ আরো একটি টিনসেড বিল্ডিং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিক্রি করেন, যার মূল্য ২ লাখ ২৫ হাজার টাকাসহ আত্মসাৎকৃত ওই বিপুল পরিমাণ অর্থ প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে অধ্যক্ষ ছালাম চৌধুরী আত্মসাৎ করেন।

 

উল্লেখ্য, চলতি বছরের ০২ ফেব্রয়ারি অধ্যক্ষ ছালাম চৌধুরী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ‘ঘ’বগির একটি সিঙ্গেল কেবিনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের জনৈক এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কর্তব্যরত রেল পুলিশ তাদেরকে আটক করে জামালপুর রেলওয়ে পুলিশ থানায় সোপর্দ করে। যার জিডি নং-৬৬, তারিখ ০২/০২/২০২০। এ সংবাদটি বিভিন্ন গণমাধ্যমসহ মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিষ্ঠানের ছাত্রী, অভিভাবক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের জনতা তৎক্ষনাত মিছিল-মিটিং, বিক্ষোভ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখেন। এমতাবস্থায় অধ্যক্ষ ছালাম চৌধুরী কলেজে না এসে আত্মগোপনে থাকেন।

এরপর থেকে শুরু হয় কলেজ পরিচালনা কমিটির গঠিত তদন্ত কমিটি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুরের একের পর এক তদন্ত। তদন্তে বেড়িয়ে আসে নারী কেলেংকারিসহ কলেজের অর্থ আত্মসাতের নানা ঘটনা। এ ব্যাপারে অধ্যক্ষ ছালাম চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ০২ ফেব্রয়ারি অধ্যক্ষ ছালাম চৌধুরী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ‘ঘ’বগির একটি সিঙ্গেল কেবিনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের জনৈক এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কর্তব্যরত রেল পুলিশ তাদেরকে আটক করে জামালপুর রেলওয়ে পুলিশ থানায় সোপর্দ করে। যার জিডি নং-৬৬, তারিখ ০২/০২/২০২০। এ সংবাদটি বিভিন্ন গণমাধ্যমসহ মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিষ্ঠানের ছাত্রী, অভিভাবক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের জনতা তৎক্ষনাত মিছিল-মিটিং, বিক্ষোভ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখেন। এমতাবস্থায় অধ্যক্ষ ছালাম চৌধুরী কলেজে না এসে আত্মগোপনে থাকেন

এরপর থেকে শুরু হয় কলেজ পরিচালনা কমিটির গঠিত তদন্ত কমিটি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুরের একের পর এক তদন্ত। তদন্তে বেড়িয়ে আসে নারী কেলেংকারিসহ কলেজের অর্থ আত্মসাতের নানা ঘটনা। এ ব্যাপারে অধ্যক্ষ ছালাম চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ০২ ফেব্রয়ারি অধ্যক্ষ ছালাম চৌধুরী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ‘ঘ’বগির একটি সিঙ্গেল কেবিনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের জনৈক এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কর্তব্যরত রেল পুলিশ তাদেরকে আটক করে জামালপুর রেলওয়ে পুলিশ থানায় সোপর্দ করে। যার জিডি নং-৬৬, তারিখ ০২/০২/২০২০। এ সংবাদটি বিভিন্ন গণমাধ্যমসহ মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিষ্ঠানের ছাত্রী, অভিভাবক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের জনতা তৎক্ষনাত মিছিল-মিটিং, বিক্ষোভ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখেন। এমতাবস্থায় অধ্যক্ষ ছালাম চৌধুরী কলেজে না এসে আত্মগোপনে থাকেন।

এরপর থেকে শুরু হয় কলেজ পরিচালনা কমিটির গঠিত তদন্ত কমিটি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুরের একের পর এক তদন্ত। তদন্তে বেড়িয়ে আসে নারী কেলেংকারিসহ কলেজের অর্থ আত্মসাতের নানা ঘটনা। এ ব্যাপারে অধ্যক্ষ ছালাম চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

 

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।