সোমবার , ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ৩৫৭২৪ পরিবারকে সমাজসেবা অধিদপ্তরের ভাতা প্রদান সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২০

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ৩৫ হাজার ৭শ ২৪ পরিবারের বরাদ্দকৃত ভাতা ছাড় দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা জানান, করোনা মোবাবেলার সাথে আসন্ন ঈদ-ইল-ফিতরকে সামনে রেখে ২০১৯-২০২০ অর্থ বছরে ৩৫ হাজার ৭শ ২৪ পরিবারের ৬ মাসের ভাতার টাকা ব্যাংকে ছাড় দেয়া হয়েছে। ঈদের আগেই ভাতা ভোগীরা তাদের ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা শুরু করেছেন বলেও জানান তিনি।

সূত্র মতে, উল্লেখিত অর্থ বছরের ৬ মাসের ছাড় দেয়া ভাতার মধ্যে রয়েছে ৫৪০ জন মুক্তিযোদ্ধার ভাতা, ১০৭৭৭ জনের বিধবা ভাতা, ৫০৮৭ জনের বয়স্ক ভাতা, ১৭৩৭ জনের প্রতিবন্ধি ভাতা, ৫ জনের হিজড়া ভাতা, ১১৭ জন অনগ্রসর জনগোষ্ঠির ভাতা, ১১১২ জনের অনগ্রসর জনগোষ্ঠির শিক্ষা উপবৃত্তি ভাতা, ১৪৫ জন প্রতিবন্ধি শিক্ষা বৃত্তি ভাতা, ১ জনের হিজড়া শিক্ষা বৃত্তি ভাতা, ক্যাপিটেশন প্রাপ্ত এতিম খানার ২০৩ জন শিক্ষার্থীর ভাতাসহ মোট ৩৫হাজার ৭শ ২৪জনের ভাতা রয়েছে। এসকল ভাতা ভোগীরা ঈদের আগেই সুনির্দিষ্ট ব্যাংক থেকে তাদের প্রাপ্ত ভাতা উত্তোলন করেছেন। যারা উত্তোলন করতে পারেন নি তারাও ব্যাংক খোলার দিন ভাতা উত্তোলন করতে পাবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।