শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারী থেকেও দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালার কাঞ্চনজঙ্ঘা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ নভেম্বর, ২০২০
এস,কে হিমেল, নীলফামারি প্রতিনিধিঃ
এবার নীলফামারী থেকে দেখা মিলেছে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। আজ  সকাল থেকে  দেখা  মেঘ-কুয়াশামুক্ত আকাশের উত্তর-পশ্চিমে ঝলমলে রোদ নীলাকাশের দিগন্তে কাঞ্চনজঙ্ঘা সগর্বে দাঁড়িয়ে আছে। খালি চোখে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য্য দৃশ্য। মনোরম দৃশ্য দেখে অনেকে আনন্দে অভিভুত হয়ে পড়ে।
সকালের পর শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে পরিবার পরিজন সহ শতশত মানুষজন  কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য্য দৃশ্য উপভোগ করে আনন্দে মেতে উঠে।
চলতি বছরের শীতের আগমনে এই প্রথম নীলফামারী জেলা সদর হতে কাঞ্চনজঙ্ঘা খালি চোখে দেখা যাচ্ছে।
বিকালে বাবুপাড়া গৃহবধু ফৌজিয়া জলি জানালেন সকালে খবর পাই কাঞ্চনজঙ্ঘা নীলফামারী থেকে দেখা যাচ্ছে। তাই লোভ সামলাতে না পেরে পরিবারের সকলে ছুটে এসে তা উপভোগ করছি। অনেক ভাল লাগছে। মনে হচ্ছে মাত্র অল্প কিছু দুরেই দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা।উকিলপাড়া নাজমুল হুদা বললেন লোভ সামলাতে পারলাম না। তাই ছুটে এসে উপভোগ করছি। এদিকে শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে সকলেই ছুটে যাচ্ছে খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখতে।
প্রসঙ্গতঃ কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার (২৪,১৬৯ ফুট)। এই পর্বতটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। অনেক ধর্মলম্বীদের কাছে এই পাহাড়টি পবিত্র একটি জায়গা। সূর্য্যর আলো যখন কাঞ্চনজংগার চুড়ায় এসে পড়ে তখন মনে হয় কেঊ বুঝি ওর সৌন্দর্যে আগুন ধরিয়ে দিয়েছে! আর শত শত মাইল দূর থেকেও সেই আলোর আভা দেখা যায়। আর এর সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। জানা যায়, দুই মেরু রেখার বাইরে সবচেয়ে বেশি বরফ ধারণ করে রেখেছে হিমালয় পর্বতমালা। আর সূর্যের সব রঙেই যেন নিজের মধ্যে ধারণ করে রেখেছে হিমালয়ের সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা।
তাই সূর্যের আলো সঙ্গে ক্ষণে ক্ষণে পাল্টাতে থাকে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার রূপ।প্রথমে লাল রঙ দেখা গেলেও সেই রং লাল থেকে পাল্টে গিয়ে কমলা রঙের হয় তারপর হলুদ রঙ হয়ে সর্বশেষ সাদা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য।
CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।