মো. স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের রেজাল্টের দাবীতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ (সোমবার) ০২ নভেম্বর, ২০২০ইং সকাল ১০:৩০ মিনিটে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ গেইট প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ২০১৫-১৬ সেশনের অনার্স (সম্মান) এর ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আবু হানিফ অপু, মো. অানিসুর রহমান আবির, মো. সজিব মিয়া, মো.পারভেজ সিরাজী, মোছা.উম্মে সালমা, মোছা. সুমনা আক্তার প্রিয়া, মো. আশিকুর রহমান ও মো. আরমান খান প্রমুখ।
বক্তব্যকালে বক্তারা বলেন, “আগামী ২০ নভেম্বর, ২০২০ইং তারিখের মধ্যে রেজাল্ট দিতে হবে, চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ সকল প্রকার সরকারি চাকুরির নিয়োগে আবেদন করার সুযোগ দিতে হবে ও কোনো পরীক্ষার্থী ফলাফল সন্তোষজনক না হলে পুনরায় পরীক্ষা দেয়ার সুযোগ দিতে হবে।” উক্ত মানববন্ধনের আয়োজনে ছিলেন কিশোরগঞ্জের ২০১৫-১৬ সেশনের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
CBALO/আপন ইসলাম