চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমিরসহ ১১ জনকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজারে নাশকতার পরিকল্পনা করছে জামাতের নেতারা এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা জামায়তের আমীর আলী আজগর ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ ১১ জনকে সন্ধ্যা ছয়টার দিকে আটক করে থানায় নিয়ে আসে এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে ।
ভাঙ্গুড়া উপজেলা জামাতের আমীর আলী আজগর পৌর শহরের শরৎনগর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ।
আটককৃতদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার খানমরিচ ইউনিয়নে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সাহায্য প্রদান করে ভাঙ্গুড়ায় আসার পথে উপজেলা জামায়াতের আমিরসহ ১১ জনকে গ্রেপ্তার করে ভাঙ্গুড়া থানা পুলিশ।
CBALO/আপন ইসলাম