মো.মামুন হোসেন, পাবনা প্রতিনিধি :
পাবনা সাঁথিয়া উপজেলা পাটগাড়ি আরিয়াল মড়া নদীতে সাঁতার কাটতে গিয়ে ২য় শ্রেণীর মেধাবী ছাত্রীর নদীর পানিতে ডুবে মৃত্যু ঘটনা ঘটেছে । শুক্রবার সকাল ১১টায় সে নদীর পানিতে তলিয়ে যায়। শনিবার সকাল ১০ টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে জেলেদের বের জালে তাঁর লাশ উঠে আসে।
এলাকা সুত্রে জানা যায়, পাটগাড়ি ফকির পাড়া গ্রামের ইউনুস ফকিরের মেয়ে বর্ষা (১০) শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় সহপাঠীদের সাথে গোসল করতে নামে আরিয়াল মড়া নদীর পাঙ্গাসী প্রকল্পের সুইজগেটে। এক সময় সে পানির প্রবল শ্রুতে পরে পানির নিচে তলিয়ে যায় বর্ষা।
বেড়া ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা রাজশাহী থেকে দু’জন ডুবুরী নিয়ে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। শুক্রবার বেলা ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রথম ধাপে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করতে না পেরে অভিযান স্থগিত করেন তাঁরা। শনিবার সকাল থেকে পুনরায় মরদেহ উদ্ধার অভিযান শুরু করে ডুবুরী। শনিবার সকাল ১০ টার দিকে প্রায় ২৩ ঘন্টা পর বর্ষার লাশ ঘটনাস্থল থেকে একটু দূরে জেলেদের বের জালে উঠে আসে,পরে ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে । এমন মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
বেড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল আওয়াল বলেন, উদ্ধার সরঞ্জাম ও জেলা পর্যায়ে ডুবুরি দল না থাকার কারণে দীর্ঘ সময় লেগেছে আমাদের।
CBALO/আপন ইসলাম