বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আলোচিত রিফাত হত্যার তিন ফাঁসির আসামী বরিশাল কারাগারে

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরগুনা জেলার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
বরগুনা জেলা জজকোর্ট থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২) ও মোঃ হাসান (১৯) কে শুক্রবার (৩০ অক্টোবর) বরিশাল কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বরগুনা জেলা কারাগার কর্তৃপ¶। শনিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহিম শাওন বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, বরগুনা জেলা কারাগারে ফাঁসির আসামী রাখার উপযুক্ত স্থান না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই তিন ফাঁসির আসামীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। এর একদিন পূর্বে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রিফাতের স্ত্রী ও নয়নবন্ডের প্রেমিকা আয়সা সিদ্দিকা মিন্নিকে কাসিমপুর মহিলা কারাগারে স্থানন্তর করেন বরগুনা জেলা কারা কর্তৃপক্ষ।

উল্লেখ্য ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারী কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে নয়নবন্ড ও তার সহযোগীরা রিফাত শরীফকে কুপিয়ে মারাত্মক জখম করলে ওইদিন বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যায় রিফাত। এঘটনায় নিহত রিফাতের পিতা মোঃ আব্দুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ আরো ৫/৬জন অজ্ঞানামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১ সেপ্টেম্বর মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা বরগুনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪জন অপ্রাপ্তবয়স্ক আসামী দুই ভাগে বিভক্ত করে তদন্তের প্রতিবেদন দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনানী শেষে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বরগুনা জেলা জজ মোঃ আসাদুজ্জামান মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদন্ডের আদেশ দেন। অপর চারজন দোষী প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেখসুর খালাশ প্রদান করা হয়।

 

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।