শেখ আলী আকবার সম্রাটঃ
কবিদের কবিতার মতো সারাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে cintv24-র কবিতা। কবি সকল কাবিতাকে পরম যত্ন করে আগলে রেখেছেন তার কাব্য পাতায় সকল কবিতাকে। সময়ের বর্ণনার সাথে তালমিলিয়ে আজ কবির জন্মদিন। তাই কবির জন্মদিনে যশোর ক্রাইম রিপোর্টার cintv24 শেখ আলী আকবার শুভেচ্ছা জানিয়েছেন। কবির জন্মদিনে শেখ আলী আকবার এক বিবৃতিতে লিখেছেন, দক্ষিণাঞ্চলের জনপ্রিয় সংবাদমাধ্যম সিআইএনটিভি-২৪ এর সুযোগ্যা সম্পাদক মোঃ আবু হামজা বাঁধন’র (স্যার) জন্মদিন টা আগামী দিনের সমাজ ব্যবস্থার জন্য সফলতা বয়ে আনবে নিশ্চয়। তিনি সকল বাঁধাবিপত্তি উপেক্ষা করে এগিয়ে নিয়ে চলেছেন তার প্রতিষ্ঠান সিআইএনটিভি২৪ কে।
তিনার এই প্রতিষ্ঠান দ্বার-করার পর থেকে এখন পর্যন্ত অনেক বাঁধা ও হামলার শিকার হতে হয়েছে তাকে। তবুও বটবৃক্ষ’র মতো স্থীর হয়ে সাহসের সব টুকুন নিঙ্গাড়িয়ে আগলে রেখেছেন তিনার সকল সদস্যদেরকে। আজ সেই মহান মানুষটির জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে যশোর থেকে দৈনিক জাগ্রত বাংলাদেশ’র সম্পাদক মোঃ কামাল হোসেন, দৈনিক প্রতিবাদী কণ্ঠ’র সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, দৈনিক বাংলা এক্সপ্রেস’র সাংবাদিক কে এম আলী, দৈনিক নতুন কাগজের স্টাফ রিপোর্টার এম এম মাহবুবর রহমান নান্নু সহ সাংবাদিকবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
CBALO/আপন ইসলাম