পাবনা প্রতিনিধি:
পাবনা সাঁথিয়া উপজেলায় গোসল করতে নেমে এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ঘটনা ঘটলেও রাত ৮টা পর্যন্ত বেড়া ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে উপজেলার নাগডেমরা ইউনিয়নের পাটগাড়ি গ্রামের ফকিরপাড়া। নিখোঁজ স্কুল ছাত্রী ফকিরপাড়া গ্রামের মোঃ ইউনুস ফকিরের মেয়ে বর্ষা খাতুন (০৮)। সে স্থানীয় ৮নং পাটগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। স্থানীয়রা জানায়, বর্ষা তার কয়েকজন সহপাঠিদের সাথে স্থানীয় আড়িয়াল মরা নদীতে গোসল করতে যায়। এ সময় সবাই গোসল করে উপরে উঠে আসলেও বর্ষা পানিতে তলিয়ে যায়।
পরে তার সহপাঠিরা পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজনসহ এলাকাবাসী বর্ষাকে উদ্ধার করতে মরা নদীতে নেমে পড়ে। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে রাজশাহী থেকে সন্ধায় ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়।
রাত সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজ স্কুল ছাত্রী বর্ষাকে উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল জানান, রাত হবার কারণে অভিযান স্থগিত রাখা হয়েছে শনিবার সকালে আবারও উদ্ধার কাজ শুরু করা হবে।
CBALO/আপন ইসলাম