চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে এসিল্যান্ড (সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোছা. শারমিন ইসলাম। গত ২১ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনার এর কার্যালয় থেকে তাঁকে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাকেটিং-এ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে মোছা. শারমিন ইসলাম ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এর কর্মকর্তা হিসেবে সর্বশেষ সহকারী পরিচালক হিসেবে বিসিএস প্রশাসন ঢাকায় (শাহবাগ) কর্মরত ছিলেন।
তাঁকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করে সম্প্রতি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। মোছা. শারমিন ইসলাম এর গ্রামের বাড়ী যশোর জেলার শার্শা উপজেলায়। বৈবাহিক জীবনে তিনি ২ সন্তানের মা। তিনি পাবনায় প্রশিক্ষণে রয়েছেন বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানানো হয়েছে।
CBALO/আপন ইসলাম