রবিবার , ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শিক্ষকের বাড়িতে চুরি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক  প্রবীর মল্লিকের নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামের ধোপাপাড়া এলাকার বাড়ি থেকে চোরেরা নগদ টাকা স্বর্ণালংকারসহ  প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে ৷ ২৬ অক্টোবর (সোমবার ) সন্ধ্যায় চোরেরা বাড়ির সিঁড়িঘরের টিনের চালা উঁচু করে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে ৷ আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ওই পরিমাণ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ৷ ভুক্তভোগী স্কুল শিক্ষক প্রবীর মল্লিক চুরির বিষয়টি জানিয়ে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

 

অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে স্কুল শিক্ষক প্রবীর মল্লিক সোমবার দুপুরে তার স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে তার গ্রামের বাড়ি সুন্দলিতে বেড়াতে গেলে এ সুযোগে চোরেরা সিঁড়ি ঘরের টিনের ছাউনি উঁচু করে এবং দরজার তালা ভেঙ্গে তার বাড়ির ঘরে প্রবেশ করে ৷ আলমারি খুলে চোরেরা তার স্ত্রীর স্বর্ণের একজোড়া শাখা,দেড় ভরি ওজনের স্বর্ণের একজোড়া বালা, একজোড়া স্বর্ণের কানের দুল ও আলমারিতে থাকা নগদ ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ৷ ২৯ অক্টোবর বিকালে অভয়নগর থানার ওসি মোঃ তাজুল ইসলাম জানান, চুরির ঘটনার অভিযোগ পেয়েছি বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে৷

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।