দুলাল হক,(ঠাকুরগাঁও) প্রতিনিধি :
২৯ অক্টোবর সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ (জনবীমা) এর রুহিয়া ব্লক#৫০৯৫ অফিসের গ্রাহক
মৃত পবিন চন্দ্র বর্মনের বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৭৬,৯০৬/- ( ছিয়াত্তর হাজার নয়শত ছয় টাকা) টাকার মৃত্যু দাবীর চেক মৃত পবিন চন্দ্র বর্মন এর স্ত্রী নিয়তি রানী এর নিকট ৩০ দিনের মধ্যে হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ (জনবীমা) এর এআরআই শরদিন্দু শেখর শাহা, ঢোলারহাট এস,সি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মার্চেল্লো দাস, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অজিত কুমার রায়, সাধারন সম্পাদক লুৎফর রহমান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ (জনবীমা) ডি সি সহিদুল ইসলাম, বি সি মোঃ তোফাজ্জল হোসেন, ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সুরেশ চন্দ্র রায় ও ইউপি সদস্যগন।
CBALO/আপন ইসলাম