বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা দাহ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। এতে সংহতি প্রকাশ করেন,”আমার উদ্যোগ”(সবার উদ্যোগ),ইসলামি যুব আন্দোলন,শেষ বিদায়ের বন্ধু সংগঠন সহ বিভিন্ন সংগঠন।
শুক্রবার বাদ জুমা রামগড় পুলিশবক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শেষে মুসল্লীরা রামগড় পৌরশহরে বিক্ষোভ মিছিল করে। পরে রামগড় পুলিশবক্স চত্বরে এসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর কুশপুত্তলিকায় আগুন দিয়ে প্রতিবাদ জানানো হয়।

এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবদুল হক,মাওলানা আক্তার হোসেন জিহাদি,মাওলানা শহিদুল্লা,মাওলানা এমদাদুল্লা,মাওলানা নাছির উদ্দিন,কারী নুর হোসেন,মাওলানা জামাল উদ্দিন,ও রামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে। তারা বিশ্বশান্তির দূত হযরত মহানবী (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহবান।

রামগড় কোর্ট জামে মসজিদের খতিব মওলানা আক্তার হোসেন জিহাদী বলেন ‘ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।ফ্রান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। মুহাম্মদ (সা.)-কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।’
CBALO/আপন ইসলাম