রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাহজাদপুরে ফরিদা হত্যাকারীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

বাবুল আকতার খান শাহজাদপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফরিদা হত্যাকারীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার সকালে হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা বাজারে প্রায় ২ঘন্টাব্যাপি এ বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয় । পল্লী চিকিৎসক আব্দুল মতিনের সভাপতিত্বে এ কর্মসূচিতে মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, হাবিবুল্লাহনগর ইউনিয়নের ইউপি সদস্য আক্তার হোসেন,সাবেক ইউপি সদস্য আব্দুল বাছেদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার হোসেন,মওলানা আব্বাস উদ্দিন,আমির চান সরদার, জয়নাল হোসেন প্রমূখ ।

বিক্ষোভ এবং মানববন্ধনে এসময় হাবিবুল্লাহনগর ইউনিয়নের নারী-পুরুষসহ ফরিদার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন । মানববন্ধনে বক্তারা অতিদ্রুত ফরিদার হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দলনে যাবেন বলে ঘোষনা দেন ।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার শহিদ মাহমুদ খান জানান, ফরিদার ছেলে বাদী হয়ে মজিদসহ ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে । এ মামলাটি এখন সিআইডি তদন্ত করছে ।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।