সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে জোনাইল হতে রাজাপুর পর্যন্ত প্রায় ১৮ কি.মি. রাস্তা সম্প্রসারন ও সংস্কারের শুভ উদ্বোধন উপলক্ষে জোনাইল ডিজিটাল ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯-১০-২০২০ ইং রোজ বৃহস্প্রতিবার বিকালে প্রাক্কলিত মূল্য ২৩,০৬,০৫,৪৫৯ টাকা এবং চুক্তিমূল্য ২০,৫২,১৬,০৩৬ টাকায় উক্ত রাস্তা বাস্তবায়ন করেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বড়াইগ্রাম,নাটোর। তোজাম্মেল হক তোজামের আমন্ত্রনে উক্ত জনসভায় আলহাজ্ব মোঃ আঃ সোবহান (হারেজ) এর সভাপতিত্বে এবং নজরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোঃআব্দুল কুদ্দুস এম,পি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম,প্রকৌশলী এল,জি,ই,ডি,নাটোর,মোঃআব্দুর রহিম,উপজেলা প্রকৌশলী,নাটোর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃশরিফুল ইসলাম রমজান,বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন,বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃআব্দুল কুদ্দুস মিয়াজী,সম্পাদক এ্যাড মিজানুর রহমান সহ বড়াইগ্রামের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,জোনাইল ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্যকালে প্রধান অতিথি বলেন,উন্নয়ের রোল মডেল হিসেবে জোনাইল চিহ্নিত। বড়াইগ্রাম-গুরুদাসপুরের অলিতে-গলিতে সকল রাস্তা পাকা করা হয়েছে যেগুলো বাকি আছে সেগুলোও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন,আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের জন্য জোনাইল থেকে তোজাম্মেল হক তোজাম এর নাম শেখ হাসিনার কাছে দিয়ে এসেছি। তিনি জোনাইল বাসির প্রশংসা করে বলেন রাস্তা সংস্কার এর অনুষ্ঠানে এত জনতার ভীর প্রমান করে জোনাইল উন্নয়নের মডেল। প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আজকের অনুষ্ঠান।
CBALO/আপন ইসলাম