শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্বামীর নির্যাতনে গৃহবধুর আত্মহত্যার অভিযোগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২০

সলঙ্গা প্রতিনিধি :

সিরাজগন্জের উল্লাপাড়ায় স্বামীর অমানুসিক নির্যাতন সইতে না পেরে অবশেষে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেছেন শাহিদা বেগম (২৮) নামের এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে, উপজেলার রামকান্তপুর গ্রামে মঙ্গলবার বিকেলে। গৃহবধু ঐ গ্রামের ফকির চাঁনের ছেলে মনিরুল ইসলামের স্ত্রী। জানা যায়, ১ যুগ আগে তাদের বিয়ে হয়। শাহিদা বেগম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ছোট পাকুরিয়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। শাহিদার ভাই অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শাহিদার স্বামী মনিরুল কারণে অকারণে যৌতুক দাবি করে আসছিলেন।

যৌতুক না পেয়ে বিভিন্ন সময় স্ত্রীর উপর অমানুসিক নির্যাতন করত। দীর্ঘদিনে এ বিষয়ে মনিরুল ও শাহিদার বাবার বাড়ির লোকজনের মধ্যে বেশ কয়েকদফা শালিসি বৈঠকও হয়। স্বামী ভালো হয়ে যাবেন অঙ্গীকার করলেও স্ত্রীর উপর অত্যাচার অব্যাহত থাকে। এ অবস্থায় ঘটনার দিন একই কারণে মনিরুল ও তার মা মিলে শাহিদাকে প্রচন্ড মারধর করেন। পরে শাহিদা তার মনঃকষ্ট নিবারণে শোবার ঘরে ধরনার সাথে দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ মঙ্গলবার রাতেই শাহিদার লাশ উদ্ধার করে। বুধবার শাহিদার লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে উল্লাপাড়া থানায় ইউডি মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।